
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের এর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২৪ জুন বিকালে পঞ্চগড়
জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০১(এক) টি দোকানের মালিককে ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা
ধার্য্যপূর্বক আদায় এবং ৪৭ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসন, ও পরিবেশ এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান অব্যাহত
থাকবে।










