২৫ কুড়িগ্রাম ১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ : ডা. ইউনুছ আলী
Spread the love

মোঃ জাকারিয়া হোসেন: কুড়িগ্রাম জেলার এই মাটির প্রতিটি ধূলিকণা যার প্রেরণা, এই জনপদের প্রতিটি মানুষ যার আত্মার আত্মীয়— তিনি ডা. মোঃ ইউনুছ আলী। তিনি একজন চিকিৎসক জনপ্রিয় কার্ডিওলজিস্ট, সমাজসেবক, শিক্ষানুরাগী , বিশিষ্ট ক্রীড়া নুরাগী , দক্ষ সংগঠক এবং এক সংগ্রামী রাজনীতিবিদ। ডা. মোঃ ইউনুছ আলী, পিতা মৃত উমর আলী ও মাতা মৃত নসিমনের সন্তান। জন্মগ্রহণ করেন ১৩ জুলাই ১৯৭৮, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামে। একজন সুনিপুণ হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দেশে প্রতিষ্ঠিত।

এই মানুষটি শুধু চিকিৎসাই নয়, মানবসেবাকে নিজের ধর্মে পরিণত করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর পদচারণা শুরু কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গাগলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি ও নাগেশ্বরী ডিগ্রী কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি–তে বিজ্ঞান বিভাগে স্টার মার্কস সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর এমবিবিএস পাশ করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীতে ডি-কার্ড ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল) থেকে। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনে তিনি যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডেও প্রশিক্ষণ নেন। একজন অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসক হিসেবে তিনি কুড়িগ্রাম ও বগুড়ায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অবিরামভাবে।

এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পদে রয়েছেন । অতীত ও বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অধীনে মোট ৮টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন — ডাঃ মোঃ ইউনুছ আলী বিশ্বাস করেন,
‘চিকিৎসা যেমন মানুষের জীবন বাঁচায়,
ঠিক তেমনি নীতি ও সঠিক নেতৃত্ব বাঁচাতে পারে একটি জাতি।’ তাই এখন তিনি ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাধারণ মানুষের জন্য
একটি মানবিক, দক্ষ এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব দিতে প্রস্তুত। একজন চিকিৎসক যখন রাজনীতির মাঠে নামেন,তখন তা কেবল পদপ্রাপ্তির জন্য নয়— তা হয় দায়িত্ব, ঋণশোধ এবং মানবিকতার অঙ্গীকার। ডা. মোঃ ইউনুছ আলী— নতুন স্বপ্ন, নতুন নেতৃত্ব, বহুমাত্রিক নতুন আশা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31