
আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা ও বিভিন্ন মামলায় অভিযুক্ত মোট ১৬ (ষোল) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এবং থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন: মোঃ লাল্টু (৫৬), পিতা- মৃত তাছের আলী মন্ডল মোঃ হাসিবুল ইসলাম (৫২), পিতা- মৃত ইউনুছ আলী , মোঃ সুজন মন্ডল (২৫), পিতা- মোঃ শাহীন মন্ডল মোঃ মনির উদ্দিন (৫৩), পিতা- মৃত আলাউদ্দিন, মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা- মৃত বিশারত মন্ডল, মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা- মৃত ওমর আলী মন্ডল মোঃ উকিল মন্ডল (৪৩), পিতা- আব্দুল খালেক মোঃ আনারুল ইসলাম (৪৫), পিতা- মোঃ আজিজুল মোঃ মনছের আলী (৬০), পিতা- মৃত রইচ উদ্দিন মল্লিক (উপরে উল্লিখিত আসামিরা সবাই পাইকপাড়া মাঝেরপাড়া, আইলহাঁস ইউনিয়ন, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা) মোঃ আলামিন (২৬), সাং- আসাননগর নান্নু হোসেন (৩৭), সাং- আসাননগর মোঃ শাকিল হোসেন (২৫), সাং- গোবিন্দপুর মাঠপাড়া মোঃ মোকারম হোসেন, সাং- হাড়োকান্দি, আইলহাঁস লক্ষীপুর মোঃ ইউসুফ (১৮), সাং- মিয়াপাড়া, সাদাব্রীজ সংলগ্ন, আলমডাঙ্গা মোঃ আলামিন ওরফে আলা (২১), সাং- ফরিদপুর দোয়ারপাড়া রিনা খাতুন (২৮), স্বামী- নান্নু হোসেন, সাং- আসাননগর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। অভিযানের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের এমন তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদ ক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।










