

সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ভোলায় উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনুষ্ঠানিকতা ছাপিয়ে ভালোবাসা, মানবিকতা এবং আনন্দ ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ হয়ে উঠেছে সকলের মনে এক অনন্য স্মৃতি।
ভোলা শহরের চিলড্রেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বেলুন, উপহার ও আনন্দের মুহূর্ত বিলিয়ে দেন আয়োজকরা। শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল উচ্ছ্বাস আর হৃদয়স্পর্শী হাসি।
অনুষ্ঠানের শুরুতে একাত্তর টেলিভিশনের ভোলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে আলোচনায় বক্তারা বলেন, “সাংবাদিকতার পাশাপাশি এমন মানবিক উদ্যোগ সমাজে নতুন বার্তা দেয়। একাত্তর টেলিভিশনের এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা। তারা বলেন, “শিশুদের মুখে হাসি ফোটানোই এই প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় অর্জন। এমন আয়োজন সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।”
আনন্দঘন পরিবেশে কেক কেটে শিশুদলের সঙ্গে ভাগ করে নেওয়া হয় সেই খুশির মুহূর্ত। এ ছাড়া ভোলার পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে ৭১ টেলিভিশনের প্রতি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সবার একটাই প্রত্যাশা—৭১ টেলিভিশন আগামীতেও সাহসিকতার সঙ্গে জনগণের কথা বলবে, সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে এবং মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।










