জাতীয় পর্যায়ে প্রজেক্ট উপস্থাপনে পুরস্কৃত হলো কাউখালী উপজেলা
Spread the love

মো: নুরুজ্জামান খোকনঃ পিরোজপুরের কাউখালী উপজেলা সরকারি গান্ডতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রদের উপজেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রজেক্ট (Renewable City) উপস্থাপনে তৃতীয় স্থান অধিকার করে প্রজন্মের গৌরব অর্জন করলো।

কাউখালী উপজেলায় দুটি সরকারি বিদ্যালয়ের সদরে অবস্থিত সরকারি গান্ডতা উচ্চ বালক বিদ্যালয়টি গত ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত থেকে সাংস্কৃতিক ক্রীড়া স্কাউট ও বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপনে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী,উপজেলা থেকে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় ভাবে মেলায় ১ম স্হান উত্তীর্ণ হয়ে, ” জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিস্ময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,জাতীয় পর্যায়ে ১৮জুন থেকে ২০জুন দুইদিন ব্যাপী,৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এ বাংলাদেশের ৬৪ জেলার বিদ্যালয়ের উপস্থিতির মধ্যে জুনিয়র গ্রুপে পিরোজপুর জেলার কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের জাতীয় পর্যায়ে প্রজেক্ট উপস্থাপনে ( Renewable City) ৩য় স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন দশম শ্রেণির ছাত্র দলনেতা রুদ্র নীল কর নিলয় ও রাজীন কবির।

উক্ত মেলায় বিদ্যালয়ের অংশগ্রহণকারী ২জন ছাত্রের মধ্যে দলনেতা রুদ্র নীল কর নিলয়,পিতা লিটন কৃষ্ণ কর ও মাতা পম্পা চন্দ শিক্ষক দম্পতির পুত্র এবং রাজীন কবির উপজেলার পিতাঃ মৃত:রেজাউল কবির ও মাতাঃ নাজমুন্নাহার দম্পতির পুত্র, দুঃখজনক রাজীনের বাবা দীর্ঘ বছর বিদেশ থাকার পরে করোনা মুহূর্তে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। উভয় পরিবারের অভিভাবক ও আত্মীয়-স্বজন, সন্তানদের গৌরব অর্জনের বিষয়ে উৎফুল্ল ও আনন্দ প্রকাশ করেন।
প্রজেক্ট উপস্থাপনে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে প্রচারণা সহ ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করবে বলে ব্যক্ত করেন। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান বলেন, আমরা আরো ভালো কিছু আশা করেছিলাম তবে ভবিষ্যতে ছাত্ররা প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের সম্মান রক্ষা করবে,ওদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে তিনি আরো বলেন, আমি গর্বিত হাতে-কলমে প্রশিক্ষণ ও পাঠদানের মাধ্যমে ওদের সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মত যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পেরেছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31