
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামে নেশাজাতীয় দ্রব্য সেবনের প্রতিবাদ করায় এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ জুন সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন নামের এক যুবক পাল্লা গ্রামের পশ্চিম পাড়ার একটি নির্মাণাধীন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান, রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ভ্যানগাড়ির আড়ালে কয়েকজন কিশোর ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি মাদক সেবন করছে। তিনি বিষয়টি দেখে প্রতিবাদ করলে উক্ত
১) রিপন শেখ (৩০), পিতা: মোমিন উদ্দিন শেখ,
২) হাসিবুল (২৬), পিতা: আকুব মাষ্টার,
৩) সুজন, পিতা: মরহুম সিরাজ,
৪) লালচান ও
৫) নিলচান, উভয়ের পিতা: মরহুম আজিদ,
তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়ে এবং প্রকাশ্যে প্রতিবাদকারীকে প্রাণ নাশের হুমকি দেয় এবং গলা ফাটিয়ে বলতে থাকে “প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না”।
পরে নেশাকারীরা রাতেই পাল্লা বাজারে পরিকল্পিতভাবে প্রতিবাদকারী আলমগীরের উপর হামলা চালায়। শেষে স্থানীয় প্রতিনিধিসহ সচেতন নাগরিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ সময় এলাকার আরো কিছু সচেতন ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়ে পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন: প্রতিবাদকারী ন্যক্তিবর্গ হলেন-
১) মনিরুল শেখ, পিতা: আব্দুর রাজ্জাক শেখ,
২) শোয়েব আলী, পিতা: ইকরাম সরদার,
৩) আলমগীর হোসেন, পিতা: মরহুম আব্দুল সাত্তার,
৪) পরশ, পিতা: জাহাঙ্গীর,
৫) রিফাত (ছাত্র), পিতা: লুৎফর,
৬) সাকিব (ছাত্র), পিতা: বাচ্চু মন্ডল। এছাড়াও স্হানীয় ছাত্র সমাজ থেকে ৩০/৩৫ জনের মত সাহসী ঢ়ুবক এগিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এতো কিছুর পরেও হামলাকারীরা প্রতিবাদকারীকে উদ্দেশ্য করে তখনও নানা ধরনের অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হুমকি দেয় যে প্রশাসন বা কেউই তাদের কিছু করতে পারবে না।
স্থানীয় সচেতন বাসিন্দা এবং বয়স্ক মুরব্বিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তারা আরো বলেন প্রশাসন যদি দ্রুত এই নেশাকারীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন না করেন তবে পরবর্তীতে যে কোন অনাকাংখিত ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবে।










