
নুরুজ্জামান খোকন: পিরোজপুরে চলমান বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ এবং মুসল্লিরা।
২০ জুন(শুক্রবার)জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত,কমল একাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে জুয়া বন্ধের দাবি জানান। অবিলম্বে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনতা। এছাড়াও উক্ত বাণিজ্য মেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। বিক্ষোভ মিছিলে ও পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহমত পোষন করে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।










