মৃত্যুকে সবসময় স্মরণে রাখতে হবে : জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৃত্যুকে সবসময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অজানা। সেই অজানা সময়ের জন্য প্রতিটি মুহূর্তে নেক আমলের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।” তিনি বলেন, “হারাম খাব না, কবিরা গুনাহ করবো না, ফরজ ত্যাগ করবো না, পরিবারকে দ্বীনের পথে রাখবো এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।”

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জানাজা নামাজের পূর্বে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক পরওয়ার বলেন, “দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ইসলামী আন্দোলনের আদর্শিক প্রতিচ্ছবি ছিলেন। বিনয়, ধৈর্য, সদাচরণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে তিনি সবাইকে আপন করে নিতে পারতেন। তিনি শুধু একজন রাজনীতিক নন, ছিলেন একজন চিন্তাবিদ ও কর্মযোগী নেতা।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের কঠিন সময়েও তিনি দৃঢ়ভাবে পথ চলেছেন। মামলা, হামলা, প্রতিকূলতার মধ্যেও ইসলামী আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম।”

জানাজার পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমীর হাজী মাওলানা মোখলেসুর রহমান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট মহানগরী সেক্রেটারি মো. শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, ঢাকার পল্টন থানা আমীর শাহীন আহমদ খান, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, মাওলানা আহমদ বেলাল, আব্দুর রহিম রিপন ও মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরী।

জানাজার নামাজে ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিজেই।

প্রসঙ্গত, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন তিনি মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব একজন লেখক হিসেবেও সমাদৃত ছিলেন। তিনি ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে “ইসলামী সংগঠন ও আমরা”, “সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কী দেখলাম”, “শান্তিপূর্ণ পরিবার”, “মৃত্যুর পর আমরা কোথায় যাব”, “একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন”, “একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন”, “কারাগারের স্মৃতি”, ও “কাবার পথে” ইত্যাদি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31