
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি অপরিপক্ক পাটে পানি জমে থাকা কৃষকের হাাজারি। ফরিদপুরের সালথায় ১০০ ভাগের মধ্যে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ জমিতে পাট চাষ করা হয়। পাটের ফলনও ভালো হয় এখানে। তবে এবছর উপজেলায় ১৩, ০০০ হাজার হাজার ৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। তবে এবার কয়েকদিনের টানা বৃষ্টিতে অপরিপক্ক পাটে জমেছে পানি। এতে পাটের গোড়ায় পচন লাগার আশঙ্কা করছে কৃষকরা। এখন কৃষকরা না পারিতেছে পাট কেটে ফেলার জন্য না পারিতেছে জমি থেকে পানি কোনোভাবে বের করতে অনেক বড় সংকটের মধ্যে পড়ে গেছে কৃষকেরা। তবে জমিতে পানি জমার কারণে উপজেলার কিছু নিচু এলাকায় অপরিপক্ক পাট কাটতে বাধ্য হচ্ছে ভুক্তভোগী কৃষকরা। উপজেলার সোনাপুর ইউনিয়নের ও অন্যান্য গ্রামের কৃষকেরা কিছু কিছু নিচেও জমির পাট কাটতে শুরু করে দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষির কৃষকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে। ঈদুল আযহার আগে ও পরে কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের নিত্য জমির পাটে বৃষ্টির পানি জমে আছে। তাইতো তারা বাধ্য হয়ে পাটের গোড়া পছন্দ ধরার সাথে সাথে দাড়িও গজাতে পাট গাছে। এখন এ পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনান করা এতে পাট চাষীদের লোকসানে মুখে পড়তে হবে বলে চাষিরা জানিয়েছে।










