
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম। বন্ধুকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে এবার নিজেরাই ফেঁসে গেল দুই যুবক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রতিহিংসার বশবর্তী হয়ে এক তরুণের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মাদকদ্রব্য রাখার চেষ্টা চালায় অভিযুক্তরা। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যায় নিজেরাই। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ইউনিয়নের হেলিপ্যাড সংলগ্ন একটি নির্জন এলাকায় ইয়াবা ভর্তি একটি প্যাকেট রেখে তারা নিজেরাই পুলিশে খবর দেয়। উদ্দেশ্য ছিল—এক নির্দিষ্ট যুবকের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করানো। তবে পুলিশের সন্দেহ হয় তাদের কথাবার্তা ও আচরণে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা সব স্বীকার করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মাদক মামলায় কাউকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসলো দুই যুবক। বিষয়টি খুবই দুঃখজনক। মাদকের মতো স্পর্শকাতর বিষয়ে এমন প্রতারণা কোনোমতেই সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।” স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা এমন কর্মকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের অনৈতিক ও প্রতিহিংসামূলক কাজ করার সাহস না পায়।










