
আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার: রোববার (১৫ জুন) সকালে নরসিংদী জেলা পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বিকেলে এই মরদেহটি শনাক্তের বিষয়ে নিশ্চিত করেন। পুলিশ জানায়, ক্ষতবিক্ষত এই যুবকের নাম দেলোয়ার হোসেন। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে দেলোয়ার। তার রাইসা নামে দেড় বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। নিহতের স্ত্রী রাকিবা বেগম জানায়, আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার (১৪ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কারা হত্যা করেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।










