
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১২ জুন ২০২৫) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওয়ালিদ গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা টানপাড়া গ্রামের প্রফেসর ওয়াহিদুজ্জামানের ছেলে। চাচা আবু বক্কর সিদ্দিক ওরফে নোমান মাস্টার বলেন, আমার ভাই ওয়াহিদুজ্জামান মারা যাওয়ার পর ত্রিশাল ব্র্যাক অফিসের পাশে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত ভাতিজা ওয়ালিদ মাহমুদ। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে ভালুকার ধলিয়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় ওয়ালিদ মাহমুদ। পরিবারে লোকজনের অজান্তে দুপুরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে মারা যায় শিশু ওয়ালিদ মাহমুদ।
ভিউ: ১৩৯










