
ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বরকইট ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ৮ই জুন ২০২৫ ইং তারিখ রোজ রবিবার বিকাল ৩.৩০ মিনিটে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরকইট ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ খাইরুল বাশার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলার জামায়াতে ইসলামীর আমীর – মাওলানা মিজানুর রহমান ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা শাখার নায়েবে আমির – মাওলানা মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার আমীর- মাওলানা আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর বরকইট ইউনিয়ন সহ:সভাপতি-মোঃ মোশারফ হোসেন,সেক্রেটারি-মুফতি নিজাম উদ্দিন,বরকইট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সভাপতি – মোঃ আজহারুল ইসলাম।
এছাড়া উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ৮ নং বরকইট ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর সমর্থক, কর্মী ও অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।










