
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে ও জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস যথাযথভাবে পালিত হয়েছে।
গত ৫ই জুন সকাল দশটার দিকে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সদস্যবৃন্দ একটি শোভাযাত্রা নিয়ে আলমডাঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেহেদী ইসলাম সহ কলাকেন্দ্রের পরিচালক জনাব ইকবাল হোসেন সহ জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সন্মানিত সভাপতি জনাব সাঈদ এম হিরন।
সংগঠনের সংগঠনিক সম্পাদক আরাফাত রহমানের সঞ্চালনায় শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম পথসভায় বক্তব্যে উল্লেখ করেন পরিবেশ রক্ষার্থে আমাদের সকলকে একযোগে তৎপর হতে হবে। আগামী প্রজন্মের জন্য এই হোক আমাদের অঙ্গিকার । সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্য্যের বিখ্যাত উক্তি “প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ” পথসভা শেষে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সদস্যরা উপজেলা প্রাঙ্গণ , সাত কপাট সহ উপজেলার হাড়গাড়ী গ্রামে শত বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয় এবং সফলভাবে সম্পন্ন করে । সহযোগী সংগঠন হিসেবে ছিলেন ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা।
এই বছরের প্রতিপাদ্য হল – ‘প্লাস্টিক দূষণের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশে নিষিদ্ধ একক-ব্যবহারের প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত বিকল্প নিয়ে অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।










