
জামাল উদ্দীন : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ৪ জুন ভোররাত ৪টা হতে সকাল পর্যন্ত কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে এবং টেকনাফ বিশেষ জোন কার্যালয়ের সমন্বয়ে একটি বহুমাত্রিক টিম টেকনাফের উপকূলীয় বাহারছড়ার বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি এবং মৃত হানিফের পুত্র মো: হানিফের ৪রুম বিশিষ্ট বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও ১টি মোবাইল সেটসহ হানিফ (৪৮) কে আটক করা হয়। হানিফ নোয়াখালীপাড়াস্থ ফিশিং ট্রলারে মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, এই ঘটনায় তিনি বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছেন। ###
ভিউ: ১৬০










