
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ৩জুন মঙ্গলবার সকাল ৬টায় উপজেলা অফিসে ‘Speaker Forum’ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এই সভাটি পরিচালনা করেন মোহাম্মদ আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একজন ভালো বক্তা হতে হলে নিয়মিত এবং ধারাবাহিকভাবে প্রশিক্ষণ নেওয়া আবশ্যক। নিজেকে দক্ষ বক্তায় পরিণত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।” অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলদের মধ্যে বক্তৃতা চর্চা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
ভিউ: ২০৮










