
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে প্রবাসীর স্ত্রীর অনুপস্থিতিতে সন্তান জন্মের ঘটনায় আলোচিত মামলায় অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী আব্দুল কাদের সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) গভীর রাতে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়। এর আগে ওই গৃহবধূ শাহনাজ খাতুন দাবি করেন, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী আব্দুল কাদের সবুজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি তাঁকে বিয়ে করেছিলেন। এরপর তিনি গর্ভবতী হলে সবুজ শুরুতে বিষয়টি মেনে নিলেও পরে সম্পূর্ণ অস্বীকার করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শাহনাজ অভিযোগ করেন, সবুজ তাঁকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ের কথা বলেছিলেন এবং সন্তানের বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দায়িত্ব এড়াচ্ছেন। তিনি বর্তমানে নবজাতক সন্তানসহ হাসপাতালে রয়েছেন এবং পাশে কেউ নেই বলেও জানিয়েছেন। এই ঘটনায় শাহনাজ খাতুন আইনগত সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলে বিষয়টি আমলে নেয় পুলিশ। প্রাথমিক তদন্ত ও অভিযোগ যাচাই শেষে গতকাল রাতে অভিযুক্ত সবুজকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, “ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিক আলামতের ভিত্তিতে আমরা আব্দুল কাদের সবুজকে গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।” প্রসঙ্গত, এর আগে সবুজ এক সংবাদ সম্মেলনে সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, “শাহনাজ খাতুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসাতে চাইছে। তার কাছে কোনো বিয়ের প্রমাণ নেই।” তবে গ্রেফতারের খবরে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা তীব্র হয়ে উঠেছে।










