
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA) ২০২৫-২০২৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩১ মে। এবারের নির্বাচনে ‘ফোরাম প্যানেল’ থেকে সভাপতি পদে নিরংকুশভাবে বিজয়ী হয়েছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান খান বাবু।বিজয়ের পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বাবু খান দীর্ঘদিন ধরে দেশের গার্মেন্টস খাতে দক্ষ ব্যবস্থাপনা ও শ্রমিকবান্ধব নেতৃত্ব দিয়ে পরিচিতি পেয়েছেন। তার নেতৃত্বে রাইজিং গ্রুপ দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।BGMEA’র মতো গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বাণিজ্যিক সংগঠনের সর্বোচ্চ পদে চুয়াডাঙ্গার একজন সন্তান নির্বাচিত হওয়ায় জেলাব্যাপী আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, বাবু খানের নেতৃত্বে দেশের তৈরি পোশাক খাত নতুন দিক ও গত










