প্রাইভেটকার মোটরসাইকেল ইয়াবা জব্দ গৃহবধূসহ আটক ২!
Spread the love

জামাল উদ্দীন, কক্সবাজার উখিয়া ইমামের ডেইল বিজিবি চেকপোস্ট পৃথক অভিযানে ইয়াবা বোঝাই প্রাইভেটকার ও মোটর সাইকেল নিয়ে টেকনাফের গৃহবধুসহ আটক-২ ; সন্তানসহ স্ত্রীকে ফেলে পালাল মাদক কারবারী স্বামী। নিবার ৩১ মে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল,মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গতকাল ৩০মে রাত সোয়া ১০টারদিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ তল্লাশীর জন্য থামান। বিজিবি টহল দল কর্তৃক তল্লাশীকালে মোটর সাইকেল চালক সাবরাং পেন্ডল পাড়ার কবির আহমদের পুত্র মোঃ শফিক আলম (৩৫) দৌড়ে পালিয়ে যায় এবং ২য় আসনধারী তারই স্ত্রী মনোয়ারা (২৩) কে তল্লাশী করে তার শরীরে ২টি কালো রঙ্গের বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাচানো ৪হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এরই সাথে থাকা প্রাইভেটকারটি তল্লাশী করলে প্রাইভেটকারের পেছনে গ্যাস সিলিন্ডারের পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত ২হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপের মৃত নুরুল আমিনের পুত্র সাহাব উদ্দিন (২৯) কে আটক করা হয়। তিনি আরো জানান,ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উল্লিখিত ইয়াবা বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে একই সাথে দুইটি গাড়ীতে সমন্বয়ের মাধ্যমে নিয়ে যাচ্ছিল। পলাতক চোরাকারবারীকে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31