গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে ৮ বছরের শিশু পুত্র সন্তান অপহরণ ও হত্যার চেষ্টা
Spread the love

মো: শুভ ইসলাম : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মোঃআজাদুল ইসলাম(৩০) ও মোছাঃ শিউলি বেগম(২৩)দম্পতি অভিযোগ করেন গত ৩১/৩/২০২৫ ইং মোতাবেক সোমবার আনুমানিক রাত্রি ৭.৩০ ঘটিকার সময় মোছাঃ শিউলি বেগম তাদের শিশু পুত্র সন্তান মোঃ শিপন মিয়া (৮) কে নিয়ে পাশের গ্রামের শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মনোহপুর বৃদ্ধাশ্রম এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্রই আসামী ১. মোঃ মনারুল(৩৮) পিতা-মোঃ ছাইদার রহমান, ২. মোঃ ছাইদার রহমান(৬০) পিতা – মৃত ওহিদ উল্লাহ, ৩. মোঃ মজনু মিয়া(৫৬) পিতা – মৃত মোকছেদ আলী, ৪. মোঃ সাজু মিয়া(৫৭) পিতা- মৃত ওহিদ উল্লাহ সহ আরও অজ্ঞাত নাম ৪/৫ জন মিলে তাদের পথরোধ করে এলোপাথারি ভাবে মারধর করে এবং রাস্তায় ফেলে জোর পূর্বকভাবে তাদের শিশু সন্তান পুত্র মোঃ শিপন মিয়া(৮) কে তার মায়ের কাছ থেকে খুনের উদ্দেশ্যে অপহরণ করে এবং যাওয়ার সময় মোঃ শিপন মিয়ার(৮) মা মোছাঃ শিউলি বেগম(২৩) কে মৃত্যুর ভয় ভীতি প্রদর্শন করেন। আসামীগণ একই পরিবার ভুক্ত এবং পরস্পর আত্মীয়, দুর্দান্ত সন্ত্রাসী, কলহপ্রিয়। অপহরণকারীগণ আইনের প্রতি অত্যান্ত শ্রদ্ধাহীন। আসামীগণের অন্যায় কার্যের অসাধ্য বলতে কিছুই নাই। অপরদিকে অভিযোগকারী অত্যন্ত গরীব, শান্তিপ্রিয়, নরম স্বভাবের ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আসামীগনের সাথে অভিযোগকারীর জমি জমা নিয়ে পারিবারিক বিষয়ে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। তাদের মতে বড় ধরনের কোন ক্ষতি করার উদ্দেশ্যে আসামীগণ এই অপহরণ করে। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ০১/৪/২০২৫ ইং রাত্রি আনুমানিক ১.০০ ঘটিকার সময় পলাশবাড়ি থানাধীন মনোহরপুর গ্রামের তৌফিক মন্ডলের ভুট্টার জমিতে বস্তা বন্দী অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বরে ফোন দিলে পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ শিপন মিয়া(৮) কে ভুট্টার জমি থেকে উদ্ধার করে সাক্ষীগণের নিকট ঘটনার সত্যতা জেনে শুনে তার পিতা মোঃ আজাদুল ইসলাম(৩০) ও মাতা মোছাঃ শিউলি বেগম(২৩) এর কাছে হস্তান্তর করে। উক্ত বিষয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ হুজুর আদালতে মামলা দায়ের করার পরামর্শ প্রদান করায় অত্র মামলার দায়ের করিতে বিলম্ব হয়। হুজুর বাহাদুর দয়া করে উপরোক্ত অবস্থা ও কারণ অর্জুন কারণাধীনে আসামীদের বিরুদ্ধে দ:বি:৩৪১/৩২৩/৩৬৩/৩৬৪(ক)/৩৬৫/৫০৬(ll)/৩৪ ধারায় আমলে গ্রহণ করত: যথাযথ আদেশ দানে মর্জি হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31