
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম পশুহাটে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। সাপ্তাহিকভাবে প্রতি বুধবার বসা এই হাটে ঈদের আগে কয়েক সপ্তাহ ধরে ক্রেতা-বিক্রেতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাটজুড়ে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের গরু, মহিষসহ অন্যান্য কোরবানির পশু। বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসছেন, বিশেষ করে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চল থেকে। হাটে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে পৌর হাট মালিক কর্তৃপক্ষ। পশু বিক্রেতা ও ক্রেতারা বলছেন, এ বছর বাজারে পশুর সরবরাহ ভালো, দাম কিছুটা বেশি হলেও মানসম্মত পশু পাওয়া যাচ্ছে। অপরদিকে প্রশাসন বলছে, হাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে এবং অসাধু দালালদের তৎপরতা ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।
আলমডাঙ্গা পৌর হাট মালিক জানিয়েছে, হাটে পশু ওঠা বাড়ছে এবং ঈদের আগের বুধবারে সবচেয়ে বড় ভিড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










