
মাহিদুল ইসলাম ফরহচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল-আযহায় নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখাসহ বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, পরিবহনের যাত্রী ভাড়া স্বাভাবিক রাখা ও কুরবানির পশুর চামড়া নায্যমূল্যে বিক্রির বাজার নিশ্চিতকরণের দাবিতে জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ভোক্তা অধিকার ভিত্তিক সংগঠন সিসিএস চাঁপাইনবাবগঞ্জ শাখার কো-অর্ডিনেটর, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওযমুনাটিভিরচাঁপাইনবাবগঞ্জ ব্যুরো মনোয়ার হোসেন জুয়েল, ভোক্তা অধিকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. মো. শরিফুল ইসলাম, স্থানীয় এতিমখানার সভাপতি শফিকুল ইসলাম, রবিউল আওয়াল, আহাদ আলী, হাফিজুর রহমান, মো. মানিক, হৃদয়, আনাস প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন এসএম মহিউদ্দিন মুরাদ।










