
মোঃ ইলিয়াছ খান : ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বলেছেন, উন্নত দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। জেলার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে জেলা প্রশাসকের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হবে। সবাই পড়াশোনায় অনেক মনোযোগী হতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে না। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। পড়াশোনার পাশাপাশি ছেলেও মেয়েদের সুস্বাস্থ্য স্বাভাবিক মননশীল করে গড়ে তুলতে হবে। এবং মাদকের ভয়াবহ ছোবল হতে রক্ষা করতে খেলাধুলার ও দরকার আছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় তিনি শিক্ষকদের যথাযথ সম্মান করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। আজ (২৭ মে) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৪ ও ২০২৫ অর্থবছরের সার্বিক উন্নয়ন কর্মসূচির, (উন্নয়ন তহবিল) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, সরকারি কমিশনার কাজী আরিফুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবি প্রমুখ ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে ঢেউটিন ও তিনজন ভিক্ষুককে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়।










