
মোঃ রবিউল ইসলাম : রাজশাহী জেলার বাঘা থানার নিয়মিত অভিযান ও র্যাব-৫ অভিযান পরিচালনা করে তিনজন মাদকদ্রব্যসহ আটক করেছে।২৫ তারিখ (রবিবার) রাতে র্যাব ৫ অভিযান পরিচালনা করে মীরগঞ্জ এলাকা থেকে ১। মো; তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম ও ২। মো: রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম উভয় সাং-লালপুর (রামকৃষ্ণপুর), থানা- লালপুর, জেলা- নাটোর দ্বয়কে ২৪ পিচ ইয়াবা সহ আটক করে। বাঘা থানা পুলিশ আড়ানি এলাকা থেকে আসামি মো: মানিক ফকির (৪৯) পিতা -মৃত আজাহার ফকির ও ২।মো: বিজয় আলী (২২) পিতা -মৃত ইমান শাহ, উভয় সাং-শাহাপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, তাদেরকে সোমবার সকাল তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ভিউ: ২১৬










