
২০২৪-২৫ অর্থবছরের বাড়াদী ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাতের (বিশেষ বরাদ্দ) আওতায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও পানির পট বিতরণ করা হয়েছে। (২৬শে মে সোমবার ) সকাল ১টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ৪নং বাড়াদী ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মেহেদী ইসলাম। সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তবারক হোসেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যক্তিগত পানির পট ও টিফিন ক্যারিয়ার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।










