মাগুরায় বেতন-ভাতার দাবিতে ইসলামিক ফাউন্ডেশন কর্মীদের মানববন্ধন
Spread the love

তৌহিদ : মাগুরাতে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প (২য় পর্যায়) দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে জানুয়ারী- ২০২৫ইং হতে বকেয়া বেতন-বোনাস প্রদানসহ ০৪ (চার) দফা দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট “স্মারক লিপি” প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখা কর্তৃক উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রকল্প চালু সহ বকেয়া বেতন ভাতা প্রদানের দাবি সম্বলিত স্মারকলিপি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর নিকট তুলে দেন তারা। ইসলামিক ফাউন্ডেশন এর শিশু ও গণশিক্ষা প্রকল্পের (৬ষ্ঠ পর্যায় ) অধীনে দেশের প্রতিটি উপজেলায় ০২ (দুই) টি করে মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ২০২০ শিক্ষাবর্ষে এই প্রকল্পটিকে “দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প” নামে আলাদা প্রকল্প করা হয়। ২০২১ইং হতে ২০২৪ইং প্রকল্পের (১ম পর্যায়) সমাপ্ত হলেও অফিস আদেশ অনুযায়ী ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এতে শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন। ২০২৫ইং অনলাইন জনমত যাচাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে এই প্রকল্পের পক্ষে সর্বোচ্চ ইতিবাচক মতামতের রেকর্ড সৃষ্টি করেছে বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা বলেন ২০২৪ইং সালের জুন মাসে প্রকল্পের ডিপিপি প্রস্তাব উপস্থাপন করা হলেও প্রকল্প পরবর্তী (২য় পর্যায়) অনুমোদন না হওয়ায় গত জানুয়ারী-২০২৫ইং হতে অদ্যাবধি কর্মরত ৩০৩০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১০১০ জন অফিস সহায়ক কর্মী বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। লক্ষ লক্ষ অভিভাবক, শিক্ষার্থী, জমিদাতা ও ম্যানেজিং কমিটির সদস্যগণ হতাশায় দিনাতিপাত করছেন। ইতোপূর্বে বিগত সরকারের আমলে প্রকল্প অনুমোদনে বিলম্ব হওয়ায় ২০২০ সালে প্রকল্পে তৎকালীন কর্মরত ২০২০ জন শিক্ষক-শিক্ষিকাকে বেতন বোনাসসহ ০১ (এক) বছরের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি এবং ২০২১ইং হতে প্রকল্পের মেয়াদ ধরা হয়।

দেশের ক্রান্তিলগ্নে প্রকল্পে কর্মরত আলেম শিক্ষকগণ করোনাকালীন সময়ে করোনায় মৃত লাশের গোসল, জানাযা ও দাফন এবং করোনা রোগীদের সেবা ও দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার ও মানবিক সেবা এবং ৫ই আগষ্ট ২০২৪ পরবর্তী দেশব্যাপী ট্রাফিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথাও বলেন তারা। শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ চারটি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবী সমূহ হলো-(১) দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প (২য় পর্যায়) পূর্বের নাম ও ৪র্থ শ্রেণি পর্যন্ত বহাল রেখে দ্রুত অনুমোদন করা। (২) আসন্ন ঈদুল আযহার পূর্বে প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণের বকেয়াসহ জানুয়ারী-২০২৫ইং হতে ০৫ (পাঁচ) মাসের বেতন ও বোনাস পরিশোধ করা। (৩) বিদ্যমান শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণকে প্রকল্পের ২য় পর্যায়ে সয়ংক্রিয়ভাবে নিয়োগ বহাল করা। (৪) প্রকল্পের ১ম পর্যায়ের ২০২০ সালে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণের বেতন-বোনাসসহ ০১ (এক) বছরের বকেয়া পরিশোধ করা। প্রকল্পের মেয়াদ ও ঈদের আগে বেতন ভাতা প্রদান করার দাবি আদায়ে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন প্রমুখ। এসময় এ প্রকল্পের বেতন ভাতা বঞ্চিত সকল শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31