
আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২২ মে) বিকাল চারটায় কুমারী ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কুমারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী পারদুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড ও কুমারী ৯ নম্বর ওয়ার্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পারদুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড। জমজমাট এই খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় পারদুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড দল, আর রানার্স আপ হয় কুমারী ৯ নম্বর ওয়ার্ড।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারী ইউনিয়ন যুব বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী, উদীয়মান তরুণ সমাজসেবক ও চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা কর্ম পরিষদ সদস্য শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা শাখার ইসলামী আইন বিষয়ক সম্পাদক, নাগদাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মুনশি শফিউল শফিকুল আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের যুব ও স্থানীয় নেতৃবৃন্দ। পুরো টুর্নামেন্টে চঞ্চলক হিসেবে দায়িত্ব পালন করেন কুমারী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রাশেদ মামুন।উক্ত টুর্নামেন্টটি ক্রীড়া ও যুব সমাজের মধ্যে সম্প্রীতি এবং খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত দেন উপস্থিত বক্তারা।










