সাংবাদিকের কলম রাজনীতির ঊর্ধ্বে:চেয়ারম্যান,প্রেস কাউন্সিল
Spread the love

প্রতিনিধি:মোঃ নুরুজ্জামান খোকন :::  বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত না হলে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা পাবে না। এজন্য সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে একটি সুরক্ষা আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। ১৯ মে(সোমবার)সকাল ১০ঘটিকায় পিরোজপুর সার্কিট হাউস কনফারেন্স রুমে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ পরিবেশন’ শীর্ষক কর্মশালায়,পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে,তিনি বলেন সাংবাদিকতাকে অবশ্যই দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ভুল হলে তা সংশোধন ও দুঃখ প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে হবে। মিডিয়া ট্রায়াল বন্ধ করা,আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা ও তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করাও জরুরী। তিনি জানান,সাংবাদিকতায় যোগদানের আগে পরীক্ষা নিয়ে সনদ প্রদানের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি আইনের খসড়া তৈরি হচ্ছে। সেই আইনে প্রেস কাউন্সিলকে জবাবদিহির ক্ষমতা দেওয়া হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর জেলা পুলিশ সুপার, খান মোহাম্মদ আবু নাসের, পিরোজপুর জেলা তথ্য অফিসারের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী,কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর, ও পিরোজপুর জেলার ৩৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।পরিশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সমস্যা সমাধানে উত্তর দেন প্রধান অতিথি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31