
মানবতার সেবা ও নেতৃত্বে যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান চুয়াডাঙ্গা, ১৭ মে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আশারনগর এলাকার আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমির এবং চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নূরমোহাম্মদ হুসাইন টিপু এবং আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। বক্তারা বলেন, মানবতার সেবা ও দেশের নেতৃত্বে যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান তারা।










