
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১২ মে’২০২৫ইং সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীতে বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষণার্থী অর্থাৎ ২৫ জন বালক ও ১৫ জন বালিকা অংশ নেয়। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে অনুষ্ঠানিক ভাবে সনদ বিতরণ করা হয়। ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম রাজু। সার্বিক সহযোগিতায় ছিলেন- গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, মাহফুজুর রহমান মজনু, কাইয়ুম ইসলাম সহ জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।










