
আল আমিন (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ আফরোজা আক্তার চৌধুরী পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শন করেছেন। vগত ১৩ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় তিনি বাগজানা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ এবং সেবা প্রদানে যেনো কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও, তিনি ভূমি অফিসের রেকর্ড রুম ঘুরে দেখেন। পরবর্তীতে জেলা প্রশাসক বাগজানা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং গ্রাম আদালতসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, ইউপি সচিব আব্দুল মুমিন, ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ হিল সায়াদ, ইউপি সদস্য কাওছার আলী ও খলিলুর রহমান খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।b পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বাগজানা ইউনিয়নের খোর্দ্দা মশগুল ও জীবনপুর আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।










