
বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে লেখা হলো নতুন এক অধ্যায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মন্তব্য করেছেন, ‘এটাই প্রথম ঘটনা, যেখানে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হাইকোর্টের রায়ে বাতিল হলো।’ মঙ্গলবার (১৩ মে) সকালে চার সদস্যের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে শুনানির সময় এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের রেজিস্ট্রন ফিরে পেতে আপিল বিভাগে চলছে পুরনো মামলার শুনানি। দলের পক্ষে সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী শিশির মনির হাজির ছিলেন। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন আইনজীবী তৌহিদুল ইসলাম। পেছনে ফিরে দেখা যায়, ২০২৩ সালের ১৯ নভেম্বর মামলাটি খারিজ হয়ে যায় আইনজীবী উপস্থিত না থাকায়। এরপর পুনরুজ্জীবনের আবেদন করা হলে, আদালত বিলম্ব মার্জনা করে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলাটি শুনানির জন্য পুনরুজ্জীবিত করেন। সেই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর থেকে চলছে আপিল শুনানি। এই মামলার প্রতি দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষেরও চোখ রয়েছে। কারণ এর রায়ে যে দৃষ্টান্ত তৈরি হবে, তা ভবিষ্যতের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।










