
ক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধিজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের গর্ব, জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ মোঃ নজিবুল সরকার বিশাল এর পরিবারের নিকট গতকাল ১২ মে সোমবার বিকালে তাঁর নিজ বাড়িতে গিয়ে “জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক হস্তান্তর করা হয়েছে। শহীদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ স্মারক প্রদান করা হয়। স্মারকটি প্রায় ২,৫০০ পৃষ্ঠা বিশিষ্ট দলিল, যা শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এটি জামায়াতে ইসলামীর ইতিহাসে একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এই স্মরণীয় মুহূর্তে শহীদ পরিবারের হাতে স্মারকটি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,
ধরঞ্জী ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ,ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী আবু রায়হান সরকার,রতনপুর শহীদ বিশাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু হুরাইরা,রতনপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি আসাদুজ্জামান বাবু সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। বক্তারা শহীদ মোঃ নজিবুল সরকার (বিশাল) এর আত্মত্যাগকে ইসলামী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের ত্যাগই আমাদের আগামী দিনের প্রেরণা। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। শহীদের পরিবার সদস্যরা স্মারক গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।










