
নোয়াখালীতে এই প্রথম পবিত্র মাজার শরিফ, খানকাহ, দায়রা ঐক্য পরিষদ নামে একটি সূফী ভাবধারার সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
(৯ মে ২০২৫ইং) শুক্রবার নোয়াখালী পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে শাহ মোহায়মেন খানকাহ শরীফে সংগঠনটি প্রাথমিক আলোচনা সভায় হাজী দেলোয়ার হোসেন শাহজী, মোঃ সিরাজ উল্লাহ, মোঃ ইউছুফ হোসেন, মোশাররফ হোসেন, আহম্মেদ হোসাইন শাওন ও মোঃ নুরুল আমিনসহ মোট ৬ জনকে উপদেষ্টা করে এবং মোঃ আবদুর রহিমকে আহবায়ক, সৌরভ হোসেন আশেকী মাইজভান্ডারিকে যুগ্ম আহবায়ক এবং দ আলমগীর হোসেন আশেকীকে সদস্য সচিব করে খণ্ডকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, জি পি সিরাজ, মোঃ সোহেল, মনির হোসেন, আবদুর রহিমসহ মিজানুর রহমান চৌধুরীকে সদস্য করে সর্বমোট ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নোয়াখালী জেলা জজকোর্ট সংলগ্ন শাহ মোহায়মেন খানকাহ শরীফে মাজার শরিফ, খানকাহ, দায়রা ঐক্য পরিষদের আয়োজনে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বৃহত্তর নোয়াখালী জেলাতে প্রত্যেকটি মাজার শরিফ, খানকাহ, দায়রা শরীফে প্রাথমিক ভাবে দাওয়াত নামা পৌঁছানো হবে। ক্রমান্বয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। সারা বাংলাদেশে পির ওলির মাজার শরিফে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল দেখা গেলেও নোয়াখালী জেলা শহরে সুন্নিজামাতের কোন প্রতিবাদ সমাবেশের আয়োজন না হওয়ায় উপস্থিত সবাই ক্ষোভ প্রকাশ করেন।










