
কুড়িগ্রাম, ৮ মে ২০২৫ (বৃহস্পতিবার) — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস”। দিবসটি উপলক্ষে সকাল থেকে শাপলা মোড়সহ বিভিন্ন সড়কে র্যালি প্রদক্ষিণ করা হয়।এবারের প্রতিপাদ্য ছিল “বাঁচিয়ে রাখি মানবতা”, যা রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও বিশ্বজুড়ে মানবসেবামূলক কার্যক্রমকে তুলে ধরেছে। আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দিবসটির পটভূমিতে জানা যায়, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। মানবতার এই মহান দূতকে স্মরণ করতেই প্রতিবছর তাঁর জন্মদিনে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। ১৯১টি দেশের মতো কুড়িগ্রামেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
ভিউ: ১৮৩










