
প্রতিনিধি: মোঃ জাকারিয়া হোসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক (জিএসএস) পদে প্রার্থী হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতিসন্তান নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সংগঠক ও বর্তমান সমন্বয়ক। নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সুপরিচিত। আন্দোলনের শুরু থেকেই তার দৃঢ় ভূমিকা এবং সাহসিকতা ছাত্রসমাজের মধ্যে প্রশংসিত হয়েছে। জাকসু নির্বাচনে তার অংশগ্রহণ গণ-চেতনার ধারাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সমর্থকরা। গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নাজমুল ইসলামের মতো নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।










