বদলির আদেশে হতাশা, গোমস্তাপুরে ইউএনও নিশাত আনজুম অনন্যা বিদায়ে শোক
Spread the love

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল ২০২৫ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে রোজগার আয়ের আশায়। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব অনটনের মাঝে যময তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশাত আনজুম অনন্যা অবহিত হলে চুপ করে না বসে থেকে রবিবার (৪ মে) দুপুর দুইটার দিকে তিনি দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মত। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃ সুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেতনার আলো জ্বালানো ইউএনও এ যেন প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা। ইতিমধ্যে এমন মানবিক ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চা গুলিকে দেখ ভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্মীকে খোঁজখবর নেওয়ার কথা বলা হয়েছে মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31