
মোঃ রনি রজব : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ১৫মুন ওজনের বিশাল দানব আকৃতির চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন, বড় জামবাড়ীয়া গুচ্ছগ্রামের সম্রাট নামের ফ্লক ভি জাতের ষাঁড়টি।ষাঁড় মালিক গোলাপ জানান,আজ থেকে আড়াই বছর পূর্বে আমার বাড়িতে পালিত গাভী থেকে বীজের মাধ্যমে ফ্লাক ভি জাতের ষাঁড় টি জন্ম নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও উচ্চতা ৫ ফুট উচ্চতার এ ষাঁড় টি দৈর্ঘ্য আড়াই বছর ধরে লালন পালন করে আসছি।আমি একজন দরিদ্র মানুষ গুচ্ছ গ্রামে বসবাস করি তাকে প্রতিদিন দেশীও খাবার ব্যান্ড,লালি, খড়,ভূসি,ভুট্টা মাঝে মধ্যে আপেল, কলা,খেজুর সহ প্রতি দিন ৭০০ টাকার খাবার দিতে গিয়ে দুটি মাঝারি সাইজের ষাঁড় গরু একটি বাগান বিক্রি করতে হয়েছে। গোলাপ আরও জানান কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রস্তুত ষাঁড়টির ওজন ১৫ মন হব বলে ধারণা করেন তিনি। ভোলাহাটে অনেক যত্নের সাথে লালন পালন করা হয়েছে এ কারণে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ষাঁড়টি বলে দাবি গোলাপের। স্থানীয়রা জানান গোলাপ ষাঁড়টি বড় করতে অনেক পরিশ্রম এবং অনেক টাকা ব্যয় করে এসেছে একজন গরিব মানুষ ষাঁড়টি কে ঘিরে তার অনেক স্বপ্ন এবং আমাদের চাওয়া সে যেন ন্যায্য মূল্যে ষাঁড়টি বিক্রি করতে পারে। গোলাপ জানান অনেক টাকা ব্যয় করে ষাঁড়টি বড় করতে পাড়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন বিক্রি করতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। ষাঁড়টি এত বড় করতে পারবো কখনো ভাবিনি। কোন ভাই কোরবানির জন্য বা খামারে লালন-পালনের জন্য আমার ষাঁড়টি ক্রয় করতে চাইলে সরাসরি দেখে শুনে দামদর করে নিয়ে যেতে পারেন। নিম্নে যোগাযোগ নম্বার দেওয়া হলো: 01782989841 গোলাপ।










