
কুলাউড়া রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান- ১ ও ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য যুবদল নেতা লিটন হোসাইন। রবিবার (০৪ মে ) সকালে রাউৎগাঁও ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি, কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী রিপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু,সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, রাউৎগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী জিবলু, রাউৎগাঁও ইউনিয়নের অফিস সহকারী রনি দেব সহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ । এর আগে ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন প্যানেল চেয়ারম্যান- ১ লিটন হোসাইনকে দায়িত্বভার বুঝিয়ে দেন।এসময় নব নিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল নেতা লিটন হোসাইন বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যতদিন মেয়াদ আছে ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি ইউনিয়নের জনগোষ্ঠীকে জরুরী সেবা এবং অবহেলিত এলাকার উন্নয়নে পরিষদের সম্মানিত সদস্যগণ,বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করি। উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে।










