
তৌহিদ : মাগুরা জেলা পৌরসভাধীন পারনান্দুয়ালী গ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সংগঠন সিদ্দিকিয়া আমিনিয়া ঈসালে সওয়াব কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে মোহাম্মদ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ গোলাম ফরিদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার ০২ মে জুমার নামাজের পর পারনান্দুয়ালী ব্যাপাড়িপাড়া জামে মসজিদে এক বিশেষ সাধারণ সভার মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের খতিব, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও কমিটির সদস্যবৃন্দ নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। সভায় পূর্ব কমিটির কার্যক্রম পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচিত হয়। উপস্থিত সকলেকে ধন্যবাদ ও সমর্থন জানিয়ে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, “আমি সকলের ভালোবাসা ও আস্থার প্রতি কৃতজ্ঞ। আমরা কমিটির ঐতিহ্য ধরে রেখে আরও কার্যকরভাবে ইসলামি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করব। সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফরিদও আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমাজের ধর্মীয় upliftment ও গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করব।” অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সফলতা ও এলাকার শান্তি কামনা করে দোয়া করা হয়। এই নির্বাচন ও নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে কমিটির কার্যক্রমে নতুন গতি আসবে বলে এলাকাবাসীর সকলেই আশা প্রকাশ করেছেন।










