
মোঃ ইলিয়াছ খান : ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফরিদপুরের হালখায় মোটরসাইকেল ও নসিমন গাড়ির সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কলেজ শিক্ষার্থীর নাম মোঃ জিশান খান (ফাহাদ) সে উপজেলা গট্টি ইউনিয়নের মোড়েরহাট গ্রামের মোটর পার্টস ব্যবসায়ী হেলাল খানের একমাত্র পুত্র, যিনি এখন সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।আজ শুক্রবার (২-রা মে) দুপুরে ফরিদপুর সালথা আঞ্চলিক সড়কে কাউলিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় সালথা বাজার থেকে ফাহাদ বাড়ির দিকে যাচ্ছিলো, এ সময় ফরিদপুরের দিক থেকে আশা ইট বুঝাই একটি নসিমন ফাহাদের মোটরসাইকেল কে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় ফাহাদ মারাত্মকভাবে আহত হন। স্থানীয় রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এ সময় একমাত্র পুত্র ছেলে ফাহাদের মৃত্যুতে তার পরিবারে সকল সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়। এ বিষয়টি আমরা কাজ করছি এ বিষয়ে এখন আইনি প্রক্রিয়া দিন রয়েছে।










