
১ মে, রবিবার মহান শ্রমিক দিবস উপলক্ষে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘প্রাণের শহর CHUADANGA’-এর পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের মাঝে ফ্রি শরবত বিতরণ করা হয়েছে। এ আয়োজনটি অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে। দিনভর বাজারে অবস্থানকারী শ্রমিক ও পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেন গ্রুপটির এডমিন ও মডারেটররা। এ সময় শ্রমজীবী মানুষদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শ্রমের মর্যাদা ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ‘প্রাণের শহর CHUADANGA’ ফেসবুক গ্রুপের এক এডমিন বলেন, “শ্রমিক দিবসে শ্রমজীবী ভাইদের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের সামাজিক উদ্যোগ আমাদের গ্রুপ ভবিষ্যতেও চালিয়ে যাবে।” এ আয়োজন শ্রমিকদের মাঝে আনন্দ ও উৎসাহের বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
ভিউ: ২২৫










