
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আজ শুভ উদ্বোধন হলো মানবিক ও সমাজকল্যাণমূলক সংগঠন “নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ”-এর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অশীষ কুমার বসু, সহকারী কমিশনার (ভূমি), আলমডাঙ্গা। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের সামাজিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তরুণদের এগিয়ে আসার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। “নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ” নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রাখতে অঙ্গীকার করেছে। সংগঠনটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে— ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ বৃক্ষরোপণ ব্লাড ম্যানেজমেন্ট (রক্তদানের ব্যবস্থা) এবং সমাজসেবামূলক আরও নানা কর্মসূচি সংগঠনটির মূল স্লোগান— “মানবতাই সবকিছুর ঊর্ধ্বে”— যা তাদের উদ্দেশ্য ও লক্ষ্যকে সুস্পষ্টভাবে তুলে ধরে। আজকের অনুষ্ঠানে সংগঠনের প্রথম কমিটি ঘোষণা করা হয়, যাঁরা সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন:
কমিটির তালিকা: ১. সভাপতি – আহমেদ শাওন
২. সহ-সভাপতি – খন্দকার শরিয়ত উল্লাহ আলিফ
৩. সাধারণ সম্পাদক – মোঃ হিজবুল্লাহ হুসাইন
৪. সহ-সাধারণ সম্পাদক – কাওছার বিশ্বাস
৫. সাংগঠনিক সম্পাদক – মোঃ মাহফুজ আহমেদ
৬. সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ রাববী হোসেন
৭. প্রচার সম্পাদক – মোছাঃ যারীন হোসেন
৮. অর্থ বিষয়ক সম্পাদক – শেখ শাহরিয়ার জয়
৯. শিক্ষা বিষয়ক সম্পাদক – মোঃ মিলন উদ্দিন
১০. দপ্তর সম্পাদক – মোছাঃ আনিকা খাতুন
উপদেষ্টা পরিষদ: ১. বুলবুল আহম্মেদ
২. আব্দুর রশিদ মন্ডল
৩. মোহাই মেনুল হক আবির (আনম)
৪. শাকিল আহম্মদে
৫. কামরুল হাসান কাজল
সংগঠনের এই নতুন যাত্রা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা। “নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ” ভবিষ্যতে মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে—এই প্রত্যয়েই তারা পথচলা শুরু করল আজ। 










