
ফরিদপুর সালথা থানা পুলিশের অভিযানে ১৬০ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০ টার দিকে উপজেলা ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে রবিউল ওরফে কামাল মোল্লা। (২৮)কে ১০৫ পিছ ইয়াবা সহ আটক করে সালথা থানা পুলিশ, অন্য আর এক জন হলেন কালা মোল্যা উপজেলার বল্লবদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে। এছাড়াও মঙ্গলবার ভোর রাতে এনায়েত হোসেন (৪৮) নামে অন্য আরেকজন মাদক ব্যবসায়ীকে বাড়ির সামনে থেকে ৫৫ পিস ইয়াবার ট্যাবলেটসহ আটক করে থানা পুলিশ। এনায়েত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদী গ্রামের মৃত মনি মাতুব্বরের ছেলে। এ ব্যাপারে সালদা থানার এসআই আতিয়ার রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীর, এসআই সালাম, এসআই ইমেজুল, মশিউর, রাজিব, সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালামুল্লাহ ও এনায়েত নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন মাদক ব্যবসায়ী কালামুল্লাহ এনায়েত মোল্লার নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে, পুলিশ তাদেরকে অনেকদিন যাবত খুঁজছিলেন ওদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পূরণ করা হবে।










