
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলিফ উদ্দিন মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মেহেদী হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বর্তমান কৃষিজীবি বিভাগের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজা। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল্লাহ হাসান। র্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন এবং শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।










