
জাতীয় সংবাদ | ৩০ এপ্রিল ২০২৫: গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “৫ আগস্টের চেতনা অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত না করে ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন না করে জাতীয় নির্বাচন হলে তা হবে একটি প্রহসন।” বুধবার (৩০ এপ্রিল) বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভাটি অনুষ্ঠিত হয় মতিঝিল শাপলা চত্বরে, যা ছিল জামায়াতের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের সমাপনী কর্মসূচির অংশ। নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। মেয়র, চেয়ারম্যান বা কাউন্সিলর না থাকায় প্রশাসন দিয়ে এসব প্রতিষ্ঠান চালানো হচ্ছে, যা একদিকে জনসেবার ব্যাঘাত ঘটাচ্ছে, অন্যদিকে দুর্নীতির পথ সুগম করছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যাবে এবং মাঠ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে সন্ত্রাস, লুটপাট এবং চাঁদাবাজদের নিয়ন্ত্রণ সহজ হবে।” ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট থেকে রাষ্ট্র মুক্ত রাখার সাহসিক চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী একমাত্র রাজনৈতিক দল যারা এক আল্লাহকে ভয় করে। আমাদের আদর্শিক শক্তি রয়েছে, সন্ত্রাস নয়। আমরা ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সবাইকে নতুন মানবিক, কল্যাণকামী বাংলাদেশ গঠনে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ মোতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন ও শামছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি ইমাম হোসেন। বক্তব্য দেন আরও অনেকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল আউয়াল, হারন অর রশিদ, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী সরকার, আহসানুর রহমান হাসান ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি মিলন আহম্মেদ।










