মাগুরাতে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্ষাদাও অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Spread the love

তৌহিদ, মাগুরা; মাগুরা ইসলামী ফাউন্ডেশনে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্য়াদা ও অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার ৩০ এপ্রিল সকাল ১০.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন তৃতীয় তলায় হল রুমে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিবুল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। সভায় ১০০ জন আলেম- ওলেমা ও মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মোঃ শিহাবউদ্দিন। বক্তারা শ্রমিকদের অধিকারের ও র্মযাদার বিষয়ে কোরআন ও হাদিসের বিভিন্ন রেফারেন্স তুলে ধরে বলেন-ইসলামে মালিক-শ্রমিক সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। নিজের পরম আত্মীয়ের মতোই শ্রমিকের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করা, পরিবারের সদস্যদের মতই তাদের আপ্যায়ন করা, শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিটি মুহূর্তের প্রতি মালিকের খেয়াল রাখা এবং তাদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করা মালিকের দায়িত্ব ও কর্তব্য। শ্রমিককে তার প্রাপ্য পূর্ণভাবে যথাসময়ে প্রদান করাও মালিকের একটি প্রধান দায়িত্ব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31