
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের প্রবাসী ফারুক হোসেন (৪৫) আর নেই। দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তিনি। পরিবারে সুখ-সমৃদ্ধির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন এই প্রবাসী।গত ২৬ এপ্রিল শনিবার মালয়েশিয়া সময় রাত ১টার দিকে হঠাৎ স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।ফারুক হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর ভাই টুটুল মিয়া।জানা গেছে, মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেলেও মরদেহ এখনো দেশে পৌঁছায়নি। মরদেহ কখন দেশে আসবে সে বিষয়ে পরিবার এবং এলাকাবাসী অনিশ্চয়তার মধ্যে রয়েছে।ফারুক হোসেনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে শোক ও বিষাদের অনুভূতি বিরাজ করছে।
ভিউ: ৫০১










