
মোঃ জাহিদ হোসেন :বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুর দেড় টার সময় বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যু হয় ৷জানাযায় উপজেলার বাউশিয়া গ্রামের মোক্তার বাগার শিশু ছেলে আবদুল্লাহ-(৬) ও তার মেয়ের শিশু কন্যা সাওদা-(৫) নদীতে গোসল করতে গিয়ে নিখোজ হয়। পরে স্থানীয় লোকজন আবদুল্লাহর মরদেহ উদ্ধার করলেও ভাগ্নি সাওদার তথ্য এখনো পাওয়া যায়নি।এ ঘটনায় হিজলা থানার ফায়ার সার্ভিস,কোষ্টগাড নৌ-পুলিশ নিখোজ সাওদার লাশ উদ্ধার অভিযানে পরিচালনা করছেন।জানা যায় মোক্তার বাগার বাড়িতে মেয়ে ও নাতনী বেড়াতে আসে। দুপুরে মামা ভাগ্নি সবার চোখের আড়ালে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোজ হয়।হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান ঘটনাটি দুপুরেই অবগত হয়েছি।যে শিশুটি এখনো নিখোজ রয়েছে তা উদ্ধারের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷










