
দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা, অনিয়মে ছিল মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নন-ব্র্যান্ড পণ্য বিক্রি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ও চারতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ও পৌরসভার ইনস্পেক্টর মো. মাহফুজ রানা। অভিযানকালে আনন্দধাম এলাকার ‘সুরেশ স্টোর’কে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্য সাধারণ পণ্যের সঙ্গে একত্রে রাখা, নন-ব্র্যান্ডের অননুমোদিত পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। চারতলা মোড়ের ‘অধিকার মিষ্টি ভান্ডার’-কে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং উৎপাদন তারিখ উল্লেখ না করাসহ ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভোক্তার অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।










